Thursday, August 30, 2012

কিভাবে বাংলা করবেন আপনার ওয়ার্ডপ্রেস ব্লগকে?

আমরা অনেকেই বাংলা ব্লগ বানাতে চাই।কিন্তু বাংলা করতে যেয়ে পড়ি নানা সমস্যায়।কখন পোষ্ট দেখা যায় না,কখনো বা পোষ্ট ???? এরকম হয়ে যায়।তাই আজকে আমরা জানবো কিভাবে PRO Host LAB এর cPanel ব্যবহার করে ওয়ার্ডপ্রেস বাংলা করবেন।
বাংলা Language ফাইল ডাউনলোড
bn_BD.mo  এই লিঙ্ক এ ক্লিক করে ফাইলটি ডাউনলোড করুন।bn_BD.po এইটা না করলেও চলবে।
বাংলা Language ফাইল আপলোড
WordPress-এর wp-content ফোল্ডারের মধ্যে languages ফোল্ডারে bn_BD.mo ফাইলটা Upload করতে হবে।
কিভাবে করবেন?
cPanel -এ Files সেকশনে Legacy File Manager-এ ক্লিক করুন।একটা উইন্ডো আসবে।
*সেখান থেকে wp-content ফাইলে প্রবেশ করুন।
* wp-content ফাইলে প্রবেশ করার পর Create Folder হতে languages নামে একটি ফোল্ডার create করুন।
*এরপর languages নামক ফোল্ডারটি ওপেন করুন।
*ফাইল ওপেন করার পর আপলোড অপশন থেকে bn_BD.mo  ফাইল্টি আপলোড করুন।
*আপলোড শেষ হওয়ার পর বের হয়ে আসুন।
বাংলা কনফিগারেশন
*এবার আগের মত “public_html” হতে “wp-config” এ ক্লিক করুন।
*ডান দিকে দেখবেন কতগুলো অপশন এসেছে,এদের মধ্য থেকে edit অপশন এ ক্লিক করুন।এর আগে “wp-config” এর ফাইল পারমিশন rw-rw-rw করে দিবেন।
*“define(‘DB_CHARSET’, ‘utf8′);” এই লাইনটা খুঁজে বের করুন। “utf8″ এর বদলে “UTF-8″ লিখুন। তাহলে লাইনটা হবে – “define(‘DB_CHARSET’, ‘UTF-8′);” এইরকম।
*  “define(‘WPLANG’, ”);” -এই লাইনটা খুঁজে বের করুন।এর মধ্যে লিখুন bn_BD । তাহলে লাইনটা হবে – “define(‘WPLANG’, ‘bn_BD’);” এইরকম।
*Save করে বের হয়ে আসুন।
এবার আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে লগিন করে দেখুন।সব বাংলা হয়ে গেছে।
এরপরও যদি কোন সমস্যা হয় আমাদের সার্পোট টিম এর সাথে যোগাযোগ করুন।এছাড়া কমেন্টের মাধ্যমে,ফেসবুক গ্রুপ এর মাধ্যমেও জানাতে পারেন।
This Post Written By-
Dushor Fahim

No comments: