Thursday, August 30, 2012

আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে যোগ করুন ফেসবুক FB Auto connector

আমরা যারা সারাদিন অনলাইনে পড়ে থাকি তারা নিশ্চই লক্ষ্য করেছি যে বিভিন্ন সাইটে ফেসবুক থেকে অটোকানেক্ট হওয়ার সুযোগ থাকে । যার মাধ্যমে আমরা ফেসবুক থেকে সেই সাইটের সব কাজ করতে পারি ।এজন্য প্রথমেই আমাদের ফেসবুক এ একটি এপ্লিকেশান বানাতে হবে , যদিও এতো কঠিন কিছু না
::এজন্য প্রথমে এই লিঙ্ক এ যেতে হবে https://developers.facebook.com/apps
:
::তারপর Creat A New App এ ক্লিক করতে হবে ।
:
তারপর এখানে আপনি আপনার Apps টির নাম দিবেন এবং Continue তে ক্লিক করতে হবে
:
তারপর ক্যাপচা দিয়ে সাবমিট করুন
:
এখানে আপনার এপ টি শো করবে , আপনা APP ID এবং APP Secret কোড দুইটি যত্নে রাখুন , আর ছবির মত বাকি সেটিংস গুলো সম্পাদনা করে রাখুন
:
এখন WP FB AUTO CONNECT প্লাগ ইন টি সেটাপ দিয়ে এক্টিভেট করুন
:
তারপর সেটিংস থেকে প্লাগ ইন টির সেটিংস এ যান
:
এখানে আপনার তৈরিকৃত এপ্স আইডি এবং এপ্স সিক্রেট কোড দিতে কানেক্ট এ ক্লিক করুন ।
:
তারপর আপনার ব্লগের Widget Panel থেকে ওয়িডগেট টি এক্টিভেট করুন
:
এখন আপনার ব্লগে গিয়ে দেখুন অপশান চলে এসেছে 
:
এটার মাধ্যমে ফেসবুক থেকে কানেক্ত হয়ে ব্লগের যেকোনো কাজ করা যাবে , পোস্ট ও লিখা যাবে সবাইকে ধন্যবাদ , ভালো থাকবেন , অগ্রীম ঈদ সুবেচ্ছা 
চিত্র সহ দেখতে পারবেন এখান থেকে http://www.ojanavubon.com/archives/216
থেকে ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে :)www.ojanavubon.com

No comments: