আমরা যারা সারাদিন অনলাইনে পড়ে থাকি তারা নিশ্চই লক্ষ্য করেছি যে
বিভিন্ন সাইটে ফেসবুক থেকে অটোকানেক্ট হওয়ার সুযোগ থাকে । যার মাধ্যমে
আমরা ফেসবুক থেকে সেই সাইটের সব কাজ করতে পারি ।এজন্য প্রথমেই আমাদের
ফেসবুক এ একটি এপ্লিকেশান বানাতে হবে , যদিও এতো কঠিন কিছু না
::এজন্য প্রথমে এই লিঙ্ক এ যেতে হবে https://developers.facebook.com/apps
:
::তারপর Creat A New App এ ক্লিক করতে হবে ।
:
তারপর এখানে আপনি আপনার Apps টির নাম দিবেন এবং Continue তে ক্লিক করতে হবে
:
তারপর ক্যাপচা দিয়ে সাবমিট করুন
:
এখানে আপনার এপ টি শো করবে , আপনা APP ID এবং APP Secret কোড দুইটি যত্নে রাখুন , আর ছবির মত বাকি সেটিংস গুলো সম্পাদনা করে রাখুন
:
এখন WP FB AUTO CONNECT প্লাগ ইন টি সেটাপ দিয়ে এক্টিভেট করুন
:
তারপর সেটিংস থেকে প্লাগ ইন টির সেটিংস এ যান
:
এখানে আপনার তৈরিকৃত এপ্স আইডি এবং এপ্স সিক্রেট কোড দিতে কানেক্ট এ ক্লিক করুন ।
:
তারপর আপনার ব্লগের Widget Panel থেকে ওয়িডগেট টি এক্টিভেট করুন
:
এখন আপনার ব্লগে গিয়ে দেখুন অপশান চলে এসেছে
:
এটার মাধ্যমে ফেসবুক থেকে কানেক্ত হয়ে ব্লগের যেকোনো কাজ করা যাবে ,
পোস্ট ও লিখা যাবে সবাইকে ধন্যবাদ , ভালো থাকবেন , অগ্রীম ঈদ সুবেচ্ছা
চিত্র সহ দেখতে পারবেন এখান থেকে http://www.ojanavubon.com/archives/216
থেকে ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে :)www.ojanavubon.com
No comments:
Post a Comment